সম্প্রতি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশন (নাসা)-এর গবেষকরা মহাকাশে নেকলেস-এর মতো দেখায় এমন একটি নেবুলা বা নীহারিকার সন্ধান পেয়েছেন। গবেষকরা এ উজ্জ্বল নক্ষত্রমালার নাম দিয়েছেন- ‘নেকলেস নেবুলা’। খবর এমএসএনবিসি-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাবল স্পেস টেলিগ্রাফ ব্যবহার করে নাসার গবেষকরা এ নেকলেস নক্ষত্রপূঞ্জের ছবি তুলেছেন। গবেষকরা জানিয়েছে, নেকলেস নীহারিকার অবস্থান পৃথিবী থেকে ১৫ হাজার আলোকবর্ষ দূরের স্যাজিয়াটা নক্ষত্রপূঞ্জে। এই নেকলেস নীহারিকা ১২ ট্রিলিয়ন মাইল জুড়ে উজ্জ্বল গোলাকার এক আকৃতি ধারণ করেছে, যা অনেকটাই হীরার নেকলেস এর মতো দেখাচ্ছে। কেন্দ্রের নক্ষত্র থেকে কতোগুলো গ্যাসের বিন্দু বা তারা একত্রে আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে এই নেকলেসের আকার ধারণ করেছে। গবেষকরা বলছেন, ছোটো ছোটো মুক্তদানার মতো তারাগুলো দ্রুতই একে অন্যের চারপাশে ঘোরে। এভাবে তারাগুলোর কক্ষপথ ঘুরে আসতে ১ দিনেরও কম সময় লাগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।