দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
এবার মহাকাশে বাগান করার পরিকল্পনা করা হচ্ছে। আর সেই বাগানে চাষ করা হবে তাজা শাক-সবজি। ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলের নভোচারীদের খাবার ও অক্সিজেন সরবরাহ করার জন্য এই পরিকল্পনা হাতে নিয়েছেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। পরীক্ষাগারে সফলভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর তারা এই ঘোষণা দিয়েছেন।
বেইজিংভিত্তিক চীনা মহাকাশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক ডেং ইবিং সিনহুয়া বার্তা সংস্থাকে বলেন, তাদের সাম্প্রতিক গবেষণায় ৩০০ ঘনমিটার
একটি কেবিনে দু’জনের জন্য টেকসই বায়ু, পানি ও খাবার সরবরাহ করা সম্ভব হয়েছে।
এতে কেবিনে চার ধরনের শাক-সবজি জন্মেছে এবং দু’জন লোকের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করা গেছে।
চীনে এ ধরনের গবেষণা এই প্রথম। ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর চীনা গবেষণার অংশ হিসেবে এটি সম্পন্ন হয়েছে। গত বছর নির্মিত চীনের তৃতীয় প্রজন্মের মহাকাশচারীদের জন্য কন্ট্রোল্ড ইকোলজিক্যাল লাইফ সাপোর্ট সিস্টেম তথা সেলেসের আওতায় এই পরীক্ষা চালানো হয়। ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলে ঘাঁটি তৈরির ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে।
ওই গবেষণায় জার্মানির বিজ্ঞানীরাও অংশ নেন। সূত্র : পিটিআই।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।