আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশে কথা বলবে রোবট

উন্নত প্রযুক্তিতে শক্তিশালী দেশ জাপান এবার লক্ষ্য নির্ধারন করেছে মহাকাশে কথা বলতে সক্ষম একটি ছোট রোবট প্রেরন করবে। ইতিমধ্যে এই ছোট রোবটটি তৈরি করেছে দেশটি। যার নাম দেয়া হয়েছে কিরোবো। খবর মাশাবেল ডটকমের। কিরোবো নামের এ রোবটটিকে বলা হচ্ছে "রোবট মহাকাশচারী"। যেটি মহাকাশে এবং মাটিতে মানুষের সঙ্গে আলাপ করতে পারে। রোবটিটি আগামী ৪ আগস্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লঞ্চের জন্য নির্ধারন করা হয়েছে। কিরোবো রোবট প্রকল্প কর্মকর্তারা বলছেন, মহাকাশে এই প্রথম রোবট টু মানুষের আলাপচারিতার অংশ নিবে কিরোবো রোবট।

সোর্স: http://news.techzoom24.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।