আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশে সবজি উৎপাদন

মহাকাশে সবজি উৎপাদনের পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

এ বছরের শেষের দিকেই এ পরিকল্পনার জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থানকারীদের কাছে ছয়টি রোমেইন লেটুস গাছ পাঠানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

মহাকাশে ২৮ দিন এ উদ্ভিদগুলোকে গোলাপি রংয়ের এলইডি লাইটের আলোতে রাখা হবে। এর ফলে লেটুসগুলো খাবার উপযোগী হয়ে উঠতে পারে বলে ধারণা করছে নাসা।

তবে উৎপাদিত ফসল নভোচারীদের খাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর বদলে এগুলো পুনরায় পৃথিবীতে পাঠানোর নির্দেশ রয়েছে নাসার। পরীক্ষা করে দেখা হবে, উৎপাদিত সবজিগুলো জীবাণুমুক্ত এবং খাওয়ার উপযোগী কি না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।