পাকিস্তানে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলা সংঘটিত হওয়ার তারিখ নিয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। ওই পাঠ্যপুস্তকে যে তথ্য দেওয়া হয়েছে তা হলো, নাইন-ইলেভেন সংঘটিত হয়েছে গত বছর মানে ২০১১ সালে।
শুধু তা-ই নয়, দেশটির সাধারণ নির্বাচন নিয়েও ছাপা হয়েছে ভুল তথ্য। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে।
জানা গেছে, পাঠ্যপুস্তকে ছাপা হওয়া ভুলের বিষয়টি সর্বপ্রথম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া পরিষদে উত্থাপন করেন বিরোধীদলীয় সদস্য মুফতি সাদিদ।
এরপর তা ওই পরিষদের আইনপ্রণেতাদের নজরে আসে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পেন্টাগনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছিল, যা নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলা নামে পরিচিত। এ হামলায় প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বিষয়টি সর্বপ্রথম নজরে আনা বিরোধীদলীয় সদস্য মুফতি সাদিদ বিস্ময় প্রকাশ করে বলেছেন, যে সরকার ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক ছাপে, সেই সরকারের কাছ থেকে সাধারণ মানুষ আর কতটুকুই বা ভালো কাজ প্রত্যাশা করতে পারে। আইএএনএস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।