আমাদের কথা খুঁজে নিন

   

অপরের মতামতকে শ্রদ্ধা করা উচিৎ-অনুচিৎ

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! অপরের মতামতকে শ্রদ্ধা করা উচিৎ-অনুচিৎ 'অপরের মতামতকে শ্রদ্ধা করা উচিৎ' - এই কথাটা প্রায়ই শুনি। কখনো কখনো মনে হয় কথাটা ঠিক, আবার কখনো সন্দিহান হয়ে পড়ি। একবার এক জায়গায় এক দুর্র্নিতিবাজ বেশ জোর গলায় বলল, "দুর্র্নিতিটা কোন সমস্যা না, দুর্র্নিতিতে সমাজের কোন ক্ষতি হয়না"। ভদ্রতার খাতিরে সবাই চুপ করে রইল, একমাত্র আমিই প্রতিবাদ করে বললাম, "দুর্র্নিতিটাই সব চাইতে বড় সমস্যা। " উনি তার সপক্ষে কিছু যুক্তি উপস্থাপন করার উপক্রম করছিলেন।

আমার কঠিন দৃষ্টির দিকে তাকিয়ে থেমে গেলেন। আরেকবার রমজানের আগে আগে এক পারিবারিক অনুষ্ঠানের দাওয়াতে, কথায় কথায় আমি বলছিলাম, "রমজান মাসটায় একটা কারণে মানুষের অনেক কষ্ট হয়, সেটা হলো অসাধু ব্যবসায়ীরা, ইচ্ছাকৃত ভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয়। " সাথে সাথে এক ব্যবসায়ী তেলে বেগুনে জ্বলে উঠল, "না ব্যবসায়ীরা, ইচ্ছাকৃত ভাবে পণ্যের দাম বাড়ায় না। ব্যসিকালি এরকম কিছুই ঘটেনা। " আরেকবার মসজিদে এক মুরুব্বীর জুতা চুরি হয়েছে, লোকজন চোরকে রেখে উনাকে ভর্ৎসনা করতে শুরু করেলেন।

কেন মুরুব্বী, আপনি মসজিদে নতুন জুতা পড়ে এসেছেন কেন? ভাবখানা এই যে, 'চোর তো ঠিকই আছে, আপনিই তো ভুল। ' কি সব মতামত দেখুন তো! আচ্ছা, চোর যদি বলে যে, 'চুরি করা ভালো', ডাকাত যদি বলে যে, 'ডাকাতি করার মধ্যে খারাপ কিছু নেই, খুনি যদি বলে যে, 'খুন করা অপরাধ না'। অপরাধীকে শাস্তি দিলে যদি কেউ বলে, 'শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেই ভালো হত'। এইসব মতামতকে কি শ্রদ্ধা করা যায়?। অপরের মতামতকে কি শ্রদ্ধা করতেই হবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.