আমাদের কথা খুঁজে নিন

   

কবরী আর শামীম ওসমান- একে অপরের দিকে তেড়ে গেলেন:)

বিপ্লব দীর্ঘজিবি হউক এদেশের রাজনৈতিতে অতি সুপরিচিত কুকুর শামীম ওসমান। প্রকাশ্য দিবালোকে খুন হত্যা, হুমকি ধমকি সহ তরা বিরুদ্ধে আছে হাজারো অপরাধের প্রমাণ। তত্নাবধায়ক সরকারের আমলে পালিয়ে বেড়ালেও এখন তিনি স্বঅপস্থানে ফিরে এসেছেন। প্রতিনিয়তই নতুন নতুন কাহিনীর জন্ম দিয়ে যাচ্ছেন তিনি। অপর দিকে আওয়ামীলীদের টিকেটে এবার নির্বাচিত এমপি কবরি।

এক সময়কার অত্যান্ত জনপ্রিয় এই নাইকা এখন নারায়নগঞ্জের মানুষের কাছে ঘৃণার পাত্র। নির্বাচিত হবার পর থেকেই তিনি এলাকার উন্নয়নে তো কোন ভূমিকা রাখেনই নি উল্টো ক্ষতি করেছেন হাজার হাজার মানুষের। গতকাল উনার দুজন একটি বেসরকারী টিভি চ্যানেলের টকশোতে উপস্থিত হয়েছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে শামিম উসমান স্বভাবসুলভ ভাবে কবরির দিকে তেড়ে যান হামলার উদ্দেশ্য। কথায় আছে না অভ্যাস বড় ভয়ানক জিনিস।

কুকুরকে সোনার পাত্রে খেতে দিলেও সে কুকুরই থাকবে। কয়েক জন এগিয়ে গিয়ে শামিমকে থামায়। কিন্তু কাহিনিতে এখনো কিন্তু টুইস্ট বাকি আছে। এর পর পর কবরীও তার আসন ছেড়ে শামিমের দিকে তেড়ে যায়। বাংলা ফ্লিমের নায়িকা না? তিন তলা থেকে লাফ দিয়ে গুন্ডার উপর পড়ে ওরা।

দৌহিক শক্তিকে শামিমের সাথে সে কতটা পেরে উঠবে তা জানিনা। তবে একটা বিষয় নিশ্চিত এরা দুজনেই অতি মাত্রায় ডাইলখোর বেয়াদব। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.