Live Long Happy Strong Stay Young
১: প্রশংসা আর আন্তরিক তারিফ দিয়ে শুরু করুন।
২: অপরের ভুল ঘুরিয়ে দেখান।
৩: অন্যকে সমালোচনার আগে নিজের ভূলের কথা বলুন।
৪: সরাসরি আদেশ না দিয়ে প্রশ্ন করুন।
৫: অপরকে মুখ রক্ষা করতে দিন।
৬: সামান্য উন্নতিতেই প্রশংসা করুন আর প্রত্যেকটা উন্নতিতেও প্রশংসা করুন এবং সেটা আন্তরিকভাবেই করুন।
৭: অন্যকে প্রশংসা করুন তাতে সে ভালো হবার চেষ্টা করবে।
৮: প্রশংসা করুন, ত্রুটি সংশোধন যে কঠিন নয় সেটা বুঝিয়ে দিন।
৯: অপরকে খুশিমনে আপনার কাজ করতে দিন।
(প্রতিপত্তি ও বন্ধুলাভ-ডেল কার্নেগী)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।