নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন
আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষও আছে । ভালোদের সংখ্যাই বেশী । এরা আমাকে অনেক অনেক ভালবাসে, আপন ভাবে । এরা আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো চায় বলেই এরা ভালো পরামর্শ দেয় । আমার বিপদে এরাই সবার আগে এগিয়ে আসে ।
পাশাপাশি খারাপ লোকের সংখ্যাও কম নয় । ভালোদের তুলনায় এদের সংখ্যা খুব কম হওয়া সত্ত্বেও এরা অনেক বেশী ক্ষতিকর । সারাক্ষণ পিছে লেগে থাকে কখন কিভাবে আমার ক্ষতি করা যায়, আমাকে বিপদে ফেলা যায় ।
আমি জানি সবাই আমাকে পছন্দ করেনা, আমার মতাদর্শ, আমার আচার-আচরণ অনেকের কাছে অসহ্য লাগে । আমি মনে করি, সবার কাছে গ্রহণযোগ্য হওয়া সম্ভব না ।
একটি নির্দিষ্ট নীতি ও আদর্শ নিয়ে থাকতে গেলে কিছু বন্ধু যেমন হয়, পাশাপাশি কিছু শত্রুও তৈরি হয়ে যায় । এটাই নিয়ম ।
আমি বরাবরই মানুষ চিনতে ভুল করি । তাই, শত্রু-মিত্র আলাদা করতে কষ্ট হয় । এভাবেই চলছে জীবন ।
দেখা যাক,শেষ পর্যন্ত কোনপক্ষ জয়যুক্ত হয় ।
তবে, মাঝে মাঝে চরমভাবে খুব কাছের কারো অভাব বোধ করি- যে আমাকে বাঁধনে জড়িয়ে রাখবে, যার সাথে সবকিছু শেয়ার করতে পারবো... যে আমাকে বুঝবে, আমার চিন্তাগুলোকে প্রাধান্য দেবে... যে হবে আমার মনের মানুষ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।