‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’- এই শ্লোগানকে ধারণ করে শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায় এভাবেই ভাষা শহীদদের স্মরণ করল নড়াইলের একুশ উদযাপন পর্ষদ।
সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতেই ভাষা দিবসের ৬৪তম বার্ষিকী উপলক্ষে ওড়ানো হয় ৬৪টি ফানুস। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সময় মঞ্চে গণসঙ্গীত ও কবিতা পরিবেশন করে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গাফফার, পুলিশ সুপার মো. মনির হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একুশ উদযাপন পর্ষদের সভাপতি অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান বলেন, “সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতামুক্ত সুখী-সুন্দর বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে প্রতি বছর আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। ”
পর্ষদের সদস্য সচিব কচি খন্দকার বলেন, “বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। একুশের এই মঙ্গল প্রদীপের আলোয় দূর হয়ে যাক সকল অন্ধকার- এ উদ্দেশেই আমাদের এই আয়োজন। ”
প্রতিবছর ভাষা দিবসের এই অনুষ্ঠান দেখতে নড়াইল জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও দর্শনার্থীরা আসেন।
শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা হাবিবা সুলতানা বলেন, “আমরা সারা বছর এ দিনটির জন্য অপেক্ষায় থাকি।
পরিবারের সদস্যদের নিয়ে মাঠে এসেছি সুন্দর এই আয়োজন দেখতে। ”
যশোর থেকে আসা ইসমাইল হোসেন বলেন,“বেশ কয়েক বছর যাবত এই অনুষ্ঠানটির কথা শুনেছি। তাই এ বছর দেখতে এলাম। খুব ভাল লাগছে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।