আমাদের কথা খুঁজে নিন

   

বন্দর চ্যানেলের কাছে জাহাজডুবি

কর্ণফুলী নদীর কাফকো জেটির সামনে চট্টগ্রাম বন্দর চ্যানেলের (নৌ-চলাচলের পথ) কাছাকাছি বিলেট (রড তৈরির কাঁচামাল) ভর্তি একটি ছোট জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, জাহাজটি কাফকো জেটির সামনে চ্যানেলের কাছাকাছি অংশে ডুবেছে। এতে অবশ্য চ্যানেলে সমুদ্রগামী জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ এমভি টর্ম ডাইনামিক থেকে এক হাজার ৪৭৫ টন বিলেট বোঝাই করে আজ সকালে ছোট জাহাজটি বন্দর জেটিতে আসছিল। হঠাত্ জাহাজটির তলা ফেটে পানি ঢুকলে ধীরে ধীরে তা ডুবে যায়। ডুবে যাওয়ার আগে জাহাজটির চালক এটিকে কাফকো জেটির কাছাকাছি নিয়ে আসেন।
বন্দর সূত্র জানায়, ডুবে যাওয়া জাহাজটির মালিক ঢাকার কুইন মেরিন লিমিটেড। জাহাজে থাকা পণ্য চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপের।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.