কত হরতালই তো আমরা দেখছি, তবে এর পুরো মিনিং কজনই বা জানে!! তাদের জন্য অনেক গবেষণা করে বের করা। তবে যাঁদের হরতাল সম্পর্কে জ্ঞান আছে, তাঁরাও এই মিনিং মিলিয়ে দেখতে পারেন।
HARTAL
H:
H দিয়ে হয় Holiday, যার অর্থ ছুটি বা আমাদের দিন। অতএব হরতালের দিন সাধারণ জনগণ ছুটির আমেজ পাবে।
A:
A দিয়ে হয় Agitate, যার অর্থ অত্যধিক উত্তেজনা।
অতএব হরতালের দিন রাজপথে পিকেটারদের অত্যধিক উত্তেজনা অবস্থায় দেখা যেতে পারে।
R:
R দিয়ে হয় Reluctant, যার অর্থ অনিচ্ছুক, নারাজ বা বাধা দেওয়া। অতএব হরতালের দিন পিকেটাররা গাড়ি চলাচলে বাধা দেবে। অন্যদিকে পুলিশ বা র্যাব বাহিনী পিকেটারদের পিকেটিং বা মিছিল করতে বাধা দেবে।
T:
T দিয়ে হয় Timorous, যার অর্থ ভীরু বা সহজে ভয় পায় এমন।
এ কারণে হরতালের দিন জনগণ বাসা থেকে দেখানোর জন্য পিকেটাররা তো আছেই।
A:
A দিয়ে হয় Anomaly, যার অর্থ অস্বাভাবিক। অতএব হরতালের দিন কিছু অস্বাভাবিক ঘটনা, যেমন- এখানে সেখানে বোমাবাজি, জ্বালাও-পোড়াও ইত্যাদি ঘটবে।
L:
L দিয়ে হয় Lie, যার অর্থ মিথ্যা কথা। যখন যে সরকার গদিতে থাকে, তারা বলে বিরোধী দলের হরতাল কর্মসূচি ব্যর্থ।
অপরদিকে বিরোধী দল হরতাল সফল হয়েছে বলে দাবি করে। দু'পক্ষের তো আর সত্য বলে না। এর যে কোন একটা মিথ্যা।
হরতাল আমাদের জন্মসূত্রে পাওয়া। আমরা জন্মের পরে জন্মসূত্রে টাকা, জায়গা-জমি পাই র না পাই হরতাল তো পাবোই।
হরতাল এভাবেই চলে আসছে, ভবিষ্যতেও চলবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।