"বিশেষ সতর্ক বানী "
Facebook এবং মোবাইল ফোন ব্যাবহার কারী ছেলে এবং মেয়েদের জন্য ।
এখন আপনাদের কে যা বলব তা আজকের (শনিবার ,০৫-০৫-২০১২) কাহিনী যা ঘটে ছিল ঢাকার বাংলামটর এলাকায় ।
এখন মূল ঘটনায় যাওয়া জাক । ঃ---->
আজ দুপুর ২ টার দিকে ১ ছেলে তার ১ জন মেয়ে বন্দু (Facebook প্রামিকা ও বলতে পারেন) কে নিয়ে বাংলামটরে মোটর ছাইকেল এর শওরুম এ আসেন। ১ এর পর ১ মোটর ছাইকেল দেখতেছেন ।
এমন ভাব যে তাঁরা এখন ই মোটর ছাইকেল কিনে নিয়ে জাবেন । এক পর্যায় ছেলেটি দর-দাম ঠিক করলেন , বললেন যে পঞ্চাশ হাজার টাকা এখন দিবেন বাকি এক লাক বিশ হাজার টাকা আগামি কাল দিবেন । এই কথা বলে মেয়েটিকে বসিয়ে রেখে ছেলেটি test drive যেতে চাইলেন । মোটর ছাইকেলের দোকান এর মালিক তাকে বিশ্বাস করে test drive এ যেতে দিলেন । তখন মেয়েটি দোকান এর বেতরের একটি রুম এ বসে আছেন ।
ঠিক তখন ই দোকান এর লোকদের বললেন ও আমার বউ । বউকে রেখে তো আর জামাই পালিয়ে যাবে না । তাই দোকানদার test drive এ যেতে দিলেন । সেই যে গেলো apache honda নিয়ে সে কি আর ফিরে আসে। ১০ মিনিট হয়ে গেল , ছেলেটি এখনো আসতেছে না ।
মেয়েটি ছেলে টা কে ফোন করলো । ছেলেটি বলল আর ৫ মিনিট । এই ৫ মিনিট এখনো শেষ হয় নাই। ছেলেটির মোবাইল ফোন বন্ধ । দুই ঘণ্টা হয়ে গেল ছেলেটি এখনো আসতেছে না ।
এক পর্যায় মেয়েটিকে দোকান এর মালিক আটকে রাখে । মেয়েটিকে বলা হয় তার পরিবার এর সাতে কথা বলতে। এর মদ্ধে থানায় ফোন করে পুলিশ আনা হয় । মেয়েটির মা ,ভাই এবং পরে বাবা কে আনা হল। মা আশার পর মেয়েটি কান্নায় ভেঙ্গে পরেন ।
মানসম্মান রক্ষার্থে মেয়েটির বাবা অনেক কষ্ট করে ১ লাক ৫৬ হাজার টাকা দিয়ে মেয়েটিকে ছারিয়ে নেন । তার পর ও শান্তি নাই ! নিয়ে গেল থানায় পুলিশ । নিয়ে মেয়েটিকে বাদি করে কেস করা হল ।
পুলিশ এর সামনে মেয়েটি বললেন ছেলেটির সাতে Facebook এ পরিচয় , পরে মোবাইল ফোন এ কথা । তার পর দেখা ।
পুলিশ তাৎক্ষনিক ভাবে ধারণা করলেন যে এই ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ।
বেশ শিক্ষা হয়েছে মেয়েটার ।
আপু আপনাদের কে বলতেছি আগে মানুষ চিনবেন পরে তার সাতে কথাও জাবেন । না হলে কিন্তু এই রকম বিপদে পরতে হবে । মান-সম্মান কি আর রইল কিছু ......?
ছেলেদের কে ও বলতেছি আপনারা ও সাবধান ।
কেউ কার থেকে কম না ।
লেখাটি ফেবু থেকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।