আমাদের কথা খুঁজে নিন

   

সবাক, নির্বাকের রাজ্যে আমি অবাক

জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে থাকা খুব বোকা একজন ....। বেশ কিছুদিন পর আজ দুপুরে একটু সময় পেয়ে বসেছি কিছু লেখালেখি করব বলে । অনেক দিন কিছু লেখা হয় না । মাথাটাও কেমন জট পেকে গেছে । সহজ শব্দের অর্থও কেমন অচেনা লাগছে ।

তাই একটু একটু করে এগুচ্ছে লেখা । হঠাত খেয়াল করলাম আমার কানের ঠিক উল্টো পিঠে কিছু একটা দিয়ে আমাকে কাতুকুতু দেয়ার চেষ্টা করছে কেউ একজন । আমি পাত্তা দিলাম না, জানি পাত্তা দিলেই আজকের এই লেখাটাও মাটি হয়ে যাবে । কিছুক্ষন পর খিল খিল করে হেসে ঊঠল নিশু । বুঝলাম আজ আর আমার কপালে লেখা লেখি নাই ।

ও, আপনাদের তো নিশু সম্পর্কে কিছু বলা হয় নাই । নিশু আমার একমাত্র ছোটবোন । ৯ বছর বয়স, কিন্তু এমন একটা ভাব নেবে যেন আমার দাদী । ওর কাজ সারাক্ষন আমার আশেপাশে ঘুরঘুর করা আর এত্তো এত্তো প্রশ্ন করে আমাকে জ্বালাতন করা । এত্তটুকু মেয়ে, তার প্রশ্নের ধরন দেখলে মনে হবে যেন একটা বয়স্ক বুদ্ধিজীবি ।

হবেই বা নে কেন, আমার পিচ্চি লাইব্রেরীটার একমাত্র নিয়মিত পাঠক সে । ছোটদের ভুতের গল্প থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, এমনকি হোমার, শেক্সপিয়র পর্যন্ত তার পড়া শেষ । সব বিষয়ে পন্ডিত আমার এই পিচ্চি বোনটি । সারাক্ষন শুধু আমার সাথে টুকটুক করে কথা বলে, আমি ওর নাম দিয়েছি টুকটুকি । আজকে টুকটুকিটা বেশ খোশ মেজাজে আছে ।

আর এর অর্থ হল আমার জন্য বিপদের আগাম সতর্কবার্তা । এখন ওর সাথে কথা বলতে গেলেই আমার লেখার বারোটা বাজবে । তাই সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক আজ ওকে প্রশ্ন করার সুযোগ দেয়া যাবে না । তাই পিছন না ফিরেই বললাম, টুকটুকি, কয়েকটা শব্দের অর্থ বলতে পারবি ? টুকটুকির প্রথমে কেমন একটু গম্ভীর হয়ে গেল, তার পর বলল, বল ? আমি বললাম, বলতো সবাক, নির্বাক আর অবাক শব্দের মধ্যে মিল কোথায় ? বলতে পারলে উপহার আছে । টুকটুকি ভেংচি কেটে বলল, ওমা, তুমি এটা জানোনা ? সবাক মানে তো কিছু বলা, নির্বাক মানে কিছু না বলা ।

একটা আরেকটার বিপরীত । আমি বললাম, আর অবাক ? এবারে একটু গম্ভীর হয়ে বলল, অবাক হচ্ছে সবাক আর নির্বাকের মধ্যবর্তী অবস্থা । বহুকষ্টে হাসি থামিয়ে বললাম, ওকে টুকটুকি মনি, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো । এবার যাও, আমার ড্রয়ারে তোমার জন্য নতুন একটা সায়েন্স ফিকশন এনেছি । ওইটা পড়তে থাক ।

খুশি হয়ে দৌড়ে চলে গেলো । আবার লেখায় মন দিব ভাবছিলাম, কিন্তু মনোযোগ কিছুতেই দিতে পারলাম না । বারবার টুকটুকির কথা গুলো মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে । আসলেই হয়ত ও ঠিক বলেছে । অবাক হয়তো সবাক আর নির্বাকের মাঝামাঝি শব্দ ।

যখন সকালে শোনাগেলো সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হয়েছে, সাথে সাথে শোকে নির্বাক হয়ে গিয়েছিল তাঁদের সহকর্মীরা । আর সরকার সবাক হয়ে শুনিয়েছিল কিছু গত বাধানো বুলি । আমরা আমজনতা সব সময়ই মধ্যম পন্থি, হয়েছিলাম অবাক; এখনও হচ্ছি । শুধু উলটে গেছে সবাক আর নির্বাকের পক্ষের লোক । বিরোধীদল গুম রহস্য উদ্ধারে সবাক হয়ে রাস্তায় নেমে এলো, একের পর এক দিয়ে গেলো হরতাল, সরকার নির্বাক ।

পুলিশের লাঠিতেই দিলো জবাব । আর আমরা টেলিভিশনে, পত্রিকায় সেই সব খবর দেখে পড়ে হলাম অবাক । আর কি করতে পারি আমরা ? আমরা যে মধ্যমপন্থী । যুদ্ধোপরাধী বিচার ইস্যুতে একসময় সরব সরকার নেতিয়ে পড়েছে, অপর দিকে কোনঠাসা যুদ্ধোপরাধী চক্র সরকারের দুর্বলতায় আবার সবাক । আমরা আমজনতা দ্রব্যমূল্যের ভারে জর্জরিত, বেকারত্বের জ্বালা বুকে নিয়ে অবাক ।

আমরা যে মধ্যমপন্থী । এভাবেই চলে যাচ্ছে আমাদের এই দেশ, সবাক সূশীলের বাগাড়ম্বতায়, নির্যাতিত নারীর নির্বাক অশ্রুতে আমরা অবাক । এখন সারাটা বছর, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায় আমরা অবাক । আমরা অবাক হই দুর্নীতি দেখে, আমরা অবাক হই আমাদের অক্ষমতা দেখে, আমরা অবাক হই আমাদের স্বাধীনতা, আমাদের গনতন্ত্রের অবস্থা দেখে । তারপরও হয়তো আল্লাহ আমাদের বছরে ২-১ দিনের জন্য অবাক হওয়া থেকে নিঃষ্কৃতি দেন ।

সেদিন আমরা প্রথমে নির্বাক হয়ে শত কোটি শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, তারপর সরব হয়ে ওঠে আমাদের আমজনতার কন্ঠ । সেদিন আমরা ঐক্যতানে গেয়ে উঠি, “মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জ্বলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ......”। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.