আমিতো মাটির মুক্তি চাইনি চাইনি শুধু কাপড়ের পতাকা ভিন্ন হোক; চাইনি মাটিতে আলাদা খুটি, অথবা কাঁটা তারের বিছিন্ন বর্ডার। কি দেইনি তোমায়? ঘরের মা বোন থেকে হালের গরু ফসলের সোনা ধান এমনকি রক্তের ভাইটাকেও দিয়েছি নির্দ্বিধায়। সেই নয় মাসটা, নয় বছর হলেও দিতাম! প্রয়োজনে আমাকেও দিতাম দিতাম শেষ ফসলের শেষ বীজ ও। বদলে আমাকে শুধু স্বাধীনতা দিতে পারলেনা! না:! এমন স্বাধীনতা নয়! সত্যিকারের স্বাধীনতা; একট চলমান, জীবন্ত, সবাক স্বাধীনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।