আমার কিছু বলার আছে
গতকাল পত্রিকার হটকেক নিউজ "ওসমান পরিবারের পক্ষে ৮০ জনের বিবৃতি" । সবাই অনেক তির্যক মন্তব্য করছেন এই নিউজটিকে নিয়ে ,কিন্তু এই নিউজটির অনেকগুলো পজিটিভ দিক আছে,এর মধ্যে একটি হলো ,অনেক মুখোশধারী,বেশধারী,সুশীল এবং সুধী চরিত্রের অভিনেতা এবং অভিনেত্রীদের পর্দার পেছনের রূপ উন্মোচিত হয়েছে। কয়েকজন শিক্ষক-শিক্ষিকার নাম দেখে অনেকেই হতবাক হয়েছেন,মর্মাহত হয়েছেন,কিন্তু আমি আশানিত্ব হয়েছি এই ভেবে যে তাদের মহানুভব চরিত্রের পিছনের যে কুত্সিত মানসিকতা তা অন্তত ছাত্রছাত্রী দের কাছে উদ্ভাসিত হয়েছে ।
অনেক বিবৃতিদাতারা দাবি করছেন , তারা এই বেপারে কিছুই জানেন না , আমিও একমত তাদের না জানাটা, অস্বাভাবিক কিছু না , কিন্তু জানার পর আপনারা কি করেছেন বা করছেন ? আপনারা কি পারবেন সংবাদ সম্মেলন করে বীরদর্পে আপনার অসম্পৃক্ততার কথা স্বীকার করতে ? আপনারা কি পারবেন আপনাদের ভিতর লুকিয়ে থাকা প্রতিবাদী সত্তাকে জাগিয়ে তুলতে ? আপনারা কি পারবেন সত্যিকারের সুধী এবং সুশীলের মত আচরণ করে, ভবিষ্যত সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে ?
অনেকে বলছেন,আমার নিজের কথা চিন্তা করিনা , কিন্তু পরিবারের সদস্য বা সন্তানদের কথা তো চিন্তা করতে হবে । I AGREED | আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেন আপনার সন্তান মানুষের মত মানুষ হবে,আপনার ছেলে বা মেয়ে, ও লেভেল বা এ লেভেলে সর্বোচ্চ নম্বর পেয়ে আপনাকে গৌরবান্নিত করবে । কিন্তু আপনার দুধ কলায় পোষা সাপ যে কখনো আপনার সন্তানকে তকীর মত ছোবল দিবে না ,এই নিশ্চয়তা সৃষ্টিকর্তার কোন বার্তাবাহকের কাছ থেকে পেয়েছেন,খুব জানতে ইচ্ছা করে ?
সিদ্ধান্ত আপনার ,আপনি কোন গান গাইতে চান? কাপুরোষিত সত্তার জয়গান না বিপ্লবী সত্তার জয়গান
সিদ্ধান্ত আপনার ,আপনি সাপ পুষবেন নাকি এখনি তাকে ঘরতারা করবেন ?
ব্লগার (সৃষ্টিকর্তায় বিশ্বাসী)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।