আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েলিটি শো

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে আগে ইন্ডিয়ান এক চ্যানেলে একটা রিয়েলিটি শো ছিল। যেখানে ওয়ান থেকে ক্লাশ ফাইভের বই থেকে অথবা এসব ক্লাশের বাচ্চাদের দিয়ে প্রশ্ন করা হতো।

তখন আমিও ছোটো ছিলাম। সম্ভবত প্রাথমিক এর গন্ডি মাত্রই পেরিয়েছিলাম যখন দেখতাম বয়স্ক ব্যাক্তিরা এলিমিনেটেড হয়ে যেতো তখন বসে বসে হাসতাম আর পরে সবার কাছে বলে বেড়াতাম যে " এগুলো আমি পারি, ইস যদি অংশ নিতে পারতাম তাহলে অনেক টাকা জিততে পারতুম" কিছুদিন আগে এক ছোটো বোনের ক্লাস ফোরের বইগুলো হাতে নিয়েছিলাম। সরকারী যেই তিনটি বই দেয় সেগুলো হাতে নিয়ে আবিষ্কার করলাম, আমি অনেক কিছু জানি না বিশেষ করে বাংলা বইয়ের অনেক কিছুই পারি না। বেশ অসম্মানের ব্যাপার। পাশে বসা এস এস সি পরিক্খার্থী এক ছোটো বোনকে জিজ্ঞেস করলাম কয়েকটা শব্দার্থ।

না সে ও পারে না। শুধু যে আমি একাই পারি না তা ভেবে আশ্বস্ত হলাম। আর বুঝলাম অই সময়ের রিয়েলিটি শো টা আমাদের দেশে হলে আর আমার বিশ্বাস অনুযায়ী যদি সবাই ই আমার মতো হয়ে থাকে তবে রিয়েলিটি শো এর আয়োজক রা এই ভেবে আশ্বস্ত থাকতে পারে যে তাদের সর্বোচ্চ পুরষ্কার টা কেউই পাবে না আমার মনে হয় এরকম একটা রিয়েলিটি শো করে যেতে পারে বাংলাদেশে। আয়োজকরা চাইলে প্রাইমারী স্কুলের শিক্ষকদের অংশগ্রহণ করতে দিতে পারবে কারণ আমার বিশ্বাস প্রাইমারী স্কুলগুলোর শিক্ষকরা তাদের ছাত্রদের প্রশ্নের জবাব না দিতে পেরে আর সকলের আগেই বিদায় নিবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.