"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) আমি আর ও অনেক্ষণ লাইনে ছিলাম। সারাটা সময় ও একটি কথাও বলেনি। আমি কত কথা বললাম! যেভাবে নিজস্ব স্টাইলে ওকে হাসাতাম সেভাবে চেষ্টা করলাম। জোকস্ ও বললাম... না! তাতেও কাজ হলো না। একসময় আমি আর কথা খুঁজে না পেয়ে সা¤প্রতিক রাজনৈতিক অস্থিরতার কথা পাড়লাম।
না! কোন কথাতেই ও রেসপন্স করছিল না কারণ ওর বিয়ে ঠিক হয়ে গেছে।
ও কেঁদেই যাচ্ছে কলের শুরু থেকে। ও কথা বলছে না কারণ ও আমার মুখ থেকে যা শুনতে চাচ্ছিল তা আমি বলছিলাম না। বলব কী করে? সে কথা বলার যোগ্যতা আমি যে অর্জন করতে পারিনি... “চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ? এখন আর কেউ আটকাতে পারবে না। ” সে বলেছিল আমি যেদিন এ দু লাইন ওকে বলব সেদিনই ও বাড়ী থেকে পালাবে।
ওর মা বাবাকে ও পরে রাজি করিয়ে ফেলতে পারবে। কিন্তু এসবের এখন আর কোন মূল্য নেই। ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর ও কেঁদেই চলেছে...
আমি অবশ্য পুরোটা সময় হাসিখুশি থেকে ওকে বোঝাবার চেষ্টা করলাম নেী বাহিনীর ঐ অফিসারের সাথে ও সুখীই হবে... ভাল... ভাল থেকো বলা শেষ হবার আগেই লাইন কেটে গেল। আর তখনি আমি একটু থমকে গেলাম।
না লাইন কেটে যাওয়ায় নয়... আমার চোখে পানি... একফোঁটা দুফোঁটা... একী অশ্র“বৃষ্টি শুরু হয়ে গেল না কী! আমি রুমাল দিয়ে চোখ মোছার চেষ্টা করলাম নাহ্ আবার ভিজে উঠল। আজ সারারাত চোখের পানি বোধহয় শুকাবে না!
আচ্ছা মুক্তার চোখের পানিও কী কোনদিন শুকাবে না? নাহ্ তা কী করে হয়? যখন ও সুখের সাগরের টাইটানিক জাহাজে উঠবে আরাম আয়েশে ওর চোখের পানি আপনিই শুকিয়ে যাবে। আমার কথা হয়ত ওর মনেই হবে না! ভালই হবে! ও সুখী হলে আমার দুঃখ পাবার কী আছে? তবে একটাই প্রার্থনা ওর সুখের জাহাজ টাইটানিক যেন কোন বরফখন্ডে ধাক্কা খেয়ে ডুবে না যায়। কারণ সব ছেলে তো আর জ্যাক নয়... হয়ত দেখা যাবে মুক্তাকে ডুবিয়ে দিয়ে ওর স্বামী ভেসে আছে! মুক্তার শুকনো চোখ আবার ভিজে উঠবে সাগরের পানিতে।
নাহ্ আমি আর কোন সুখের সাগরের টাইটানিকের ডুবে যাওয়া দেখতে চাইনা।
কারন সংসার সাগরে যত টাইটানিক ডোবে তাতে গোলাপেরাই (রোজ) বেশি মরে...
বেঁচে থাকা আধুনিক জ্যাকদের তো তুলি কলম সবই আছে। অচিরেই তারা আর একটি গোলাপ (মেয়ে) এঁকে ফেলে।
----------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।