বিদেশের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশও আগায় যাচ্ছে, এটা মন্ত্রি, এমপির ভাষন নয় । এটা কাজের বিষয়ে বলছি, বেসরকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের কঠিন পরিশ্রমের ফলেই এটা হচ্ছে । আনেক দিন যাবত বিভিন্ন ফ্রিল্যানসিং সাইটে কাজ করেছি । কিন্তু বাংলায় এতো সুন্দর সাইট আর একটাও দেখিনি । তাদের কোন এড নাই নাই কোন রকমের প্রচারনা । ডুলেন্সার স্কাইলেনসারের নাম শুনতে শুনতে কান পচেযাবার উপক্রম । কিন্তু সত্যিকারের কাজের সাইটের কোন নাম নাই এমন কি কম্পিউটার জগত । যারা দেশের ছোট খাট সব কিছই প্রকাশ করে তারাও নাকি এটার নামই জানেনা । আমি বেশ কিছূ দিন ধরে কাজ করছি টাকার পরিমান কম হলেও বাংলায় এতো সুন্দ একটা সাইটে কাজ করার মজাই লাগতেছে । আমার কাথার প্রমান এই দুটি লিংক লিংক ১ লিংক ২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।