প্রতিনিয়ত আমরা চলতে ফিরতে এমন সব পরিস্থিতির সম্মুখিন হই, যার দরুন আমাদের মাথায় রক্ত চড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়।
কাউকে মারতে ইচ্ছে করে, কাউকে আছাড় দিতে ইচ্ছে করে। কাউকে আবার বুড়িগঙ্গায় চুবাতে ইচ্ছে করে। যার এমন অনুভূতি হয়, তাকে আসলে দোষও দেয়া যায়না।
উদাহারণস্বরুপ, কিছুদিন আগের একটি ঘটনা বলি।
'দাম্মামের প্রধান সড়কে উঠার সময় যথেষ্ট সতর্কতা থাকা সত্বেও আমার সড়কে উঠা এক আরবীয় গাড়ী চালক (মিশরী হতে পারে) আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আমর গাড়ীতে থুতু দিয়ে গেল। পাহাড়সম অপমান কাধে নিয়ে আল্লাহর কাছে বিচার দিলাম আর তার হিদায়াত কামনা করলাম।
এবিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন, "লড়াইয়ে ধরাশায়ী করাই বাহাদুরী নয়, মুলতঃ বাহাদুর সে, যে রাগের অবস্থায় নিজেকে আয়ত্বে রাখতে পারে"। (সহীহ বুখারীঃ ৬১১৪)।
এক ব্যাক্তি নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-কে বলেনঃ 'আমাকে উপদেশ দিন'।
তিনি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেনঃ "রাগ করো না"। এভাবে সে কয়েকবার প্রার্থনা করল। আর নাবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন, "রাগ করো না"। (সহীহ বুখারীঃ ৬১১৬)।
আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন।
রাগকে দমন করে প্রকৃত বাহাদুর হবার তাওফিক দেন। আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।