যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই..
পুর্ণিমাতে চাঁদকে দেখ
কনক ঝরা চন্দ্রালোক,
উথলে ওঠে মনের জোয়ার,
স্বপ্ন দেখে মুগ্ধ চোখ।
অনেক চাওয়ার আবেগ নিয়ে
এক ছুটে ছুট চাঁদের কাছে
আহ্হা! চাঁদের এপার আলো,
ওপার আধার ভরে আছে।
দুরের থেকে অনেক কিছুই
অনেক ভাল লাগতে পারে,
সত্যি ভাল সেই ভালটাই,
যে ভালটা হাতের ধারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।