এইসব ভালো লাগে... আগের জনমের ২য় পর্ব
আগের জনমের প্রথম পর্ব
- আর এতেই হয়ে গেলো? বাহ!
- আরে শোন না বাল
- ক!
- আমি আসলে ঐখানে যে যাইতাম আরেক মাইয়ারে দেখতে
- কস কি হালা!
- হ মামা! আর ঐতি ভাবতো ওর জন্যে দাঁড়ায়া আছি।
- তা মেয়ে কি আজো জানে?
- না মামা! জানে না
- কি রে ভাই! ৮ বছর প্রেম ও করে ফেললি, অথচ মেয়ে আজো অন্ধকারে ভালো! তা এতদিনের প্রেমে আজ এরকম সমস্যা কেন হচ্ছে?
- দোস্ত দ্যাখ সমস্যা দুজনের ই ছিলো। ওর ও ছিলো, আমার ও ছিলো।
- জানিস আমি যেদিন খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েও এডমিশনে গেলাম না, সেদিন ও সে কি কান্না!
- ক্যান গেলিনা?
- ভাই আমার ওই সময়ের মেন্টালিটি ছিলো শিকল ভাঙ্গার। যে করেই হোক আমাকে পালাতে হবে, বাপ মার থেকে।
আমার নিজের মা ঐ সময় আমার গলায় কাঁটার মত বিঁধে ছিলো
- কি বলস! আর আমি ভাবি আমার আব্বা আম্মাই সারাজীবন আমারে বাইন্ধা রাখসে! (মনে মনে আব্বা আম্মার গালে চুম্মা কসাই দিলাম )
- আমার নিজের মা আমাকে এত্ত চোখে চোখে রাখত! জানিস আমি কোথাও পাঁচ মিনিটের জন্যে বের হলে ফোন দিত আম্মা
- কারণ কি?
- ঐ মেয়ে! জেনে গেছিলো আম্মা। কইসিলো শেষ মেষ বুড়ি পছন্দ করলি?
- তারপর থেকে তোরে এরকম নজরবন্দী রাখতো?
- হ! জানিস, আমি একদিন রমজানে তারাবী পড়তে যাব আমি খেয়াল করতেসি এক মহিলা আমারে ফলো করতেসে, শুধু তাই না মসজিদে গিয়ে দাঁড়াইসি তাও ঐ যে নারকেল গাছ আছেনা আমাদের মসজিদের পাশে, তার আড়াল থেকে কেউ আমাকে দেখতেসিলো এটা আমি ফিল করতেসিলাম। আমার তখন পাগল হওয়ার দশা দোস।
- সে কি! এতে তো পোলাপাইন আরো বিগড়ে যাওয়ার কথা!
- তাই তো হইসেরে ভাই! আরো শোন আমার ভাই তখন আড়াই মাস মাত্র। আমি ওর সাথে দেখা করতে যাব।
আম্মারে বলসি খেলতে যাচ্ছি। বড় মাঠে। আমি তখন সিটি কলেজে গেসি ওর সাথে। তুই বিশ্বাস করবি না আম্মা আমার ভাইরে নিয়া সত্যি সত্যি আমি খেলতে গেসি কিনা দেখতে গেসে। না পেয়ে ফোন দিসে।
আমি মিথ্যা কইলাম যে বাসার কাছাকাছি আইসা গেসি।
-বাপরে বাপ! মাথা ঘুরতেসে, বুঝলাম তুই কেন ঢাকায় আসার জন্যে মরিয়া ছিলি।
এবার একটা প্রকট সিগারেট ধরিয়ে আয়েশ করে টানতে লাগলো
কবির। আমার জন্যে মোটেও সুখকর পরিস্থিতি না এটা।
সিগারেট শেষ করে গিটার হাতে নিলো।
এল আর বি এর ম্যাস (মাসুদ) মামার কাছে গিটার শিখতো কবির একসময়। সত্যি ই খুব ভালো বাজায়।
হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে এল একটা গানঃ
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
সেই চোখ আর এই চোখ
যেন আগের মতো হাসে
ভুলে গেছ তুমি মনে রাখোনি আমায়
ভুলে গেছ তুমি
সেই মন আর এই মন
যেন আগের মতই উচ্ছল
চলে গেছ তুমি ফিরে আসো নি আবার
চলে গেছ তুমি
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
তন্ময় হয়ে শুনলাম। চোখে জল এল। আমি খুব সংকীর্ণমনা মানুষ এই প্রথম নিজের চে কারোর জন্যে উজাড় করে দুয়া করে ফেললাম।
মনে মনে বললাম “সুখী হ তোরা”
(গানটি অনলাইনে শুনতেঃ আগের জনমে)
কৃতজ্ঞতা স্বীকারঃ বিমা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।