আমাদের কথা খুঁজে নিন

   

আগের মত নেই

sorry vai কোন কিছুই আর আগের মত থাকেনা হলদে চাদ প্রথম বর্ষনের পোড়া মাটির ঘ্রাণ কিংবা বিলের শালুক। হলদে চাদের কিনারে ক্রমশ আবছা ছাইরঙা দহন, পোড়া মাটির ঘ্রাণে কেমন বিতৃষ্ণ ঝাঝ আর বিলের শালুকে জলজ ঘুণ। এত পরিবর্তনের আবহে তোমার হাসিটা বুঝি আজও ধ্রুব, এই ভেবে তোমার পথে পা বাড়াই। কাছে গিয়ে দেখি তোমার হাসিতেও কেবল সন্দেহ আর দ্বিধার উইপোকা। আমি যে সরোবরটা গেথে দিয়েছিলাম তোমার ঠোটে, তাতে মৃত ঢেউগুলো বড় কাতর স্বরে বলে আজ ফিরে যাও তুমি। আমি ফিরে আসি নিভৃতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।