আমাদের কথা খুঁজে নিন

   

‍‍~আগের মতন~

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী [ছবির আর্টিস্ট - Irina Strekova (Eirene)] আগের মতন- অভিমানগুলো একলা জেগে থাকুক মঞ্চে উঠুক মিথ্যের অভিনয়-সংলাপ। কাঁটাগুলো অযত্নে বাড়িয়ে দিক অনির্বাণ চির, যখন তখন এক হয়ে- রাতের পরীরা ডানা ভেঙে পড়ে যাক হৃদ আঁধার ভূমিতে। কারো স্বপ্নের ফ্রেমে অবিরাম না উড়ে বরং আজ তারা শুনুক এ একলা জাগা অভিমানগুলো। নাব্যতার কাছে কষ্ট ভাসায় অনুযোগে- যে শুকতারা আজ শুধু তার জন্যই খানিকক্ষণ বেশি ফুটে থাক আকাশে। কখন কোনদিন কোনোভাবে জেনেছিলাম, আমি আছি। আজ হয়ত আমি আর নেই সেভাবে পথ চলাতে, আমায় খুঁজুক কেউ না এই পথে। ব্যথার পরীরা কেঁদে নীল মিষ্টি জলে বয়ে দিল চিরকুট- ''সত্য নিজেকে নিজে প্রকাশ করে না সুপ্ত মনের নিগূঢ় অভিসম্পাতে সত্য বাধ্য হয় আপন কালো ছায়া ফেলতে''... কালো! কালো কি শুধু ভয়কেই আগলে রাখে? ভয়ের রং কি? কালো তো আমার স্বপ্নের কুঁড়ি! ঝড়ের আকাশ হতে কয়েক বিন্দু জলের ফড়িং হয়ে- বিবর্ণ ধারায় যা অবিরত আমার ওপর ঝরে পড়ে... শীত! ওরা ঝরবে না এই মৌসুম ধরে, তাই বাধ্য করেছি চোখগুলোকে ক্ষাণিকটা দিন বিবর্ণ ধারার আশ্রম হতে। নীল মেঘ মাসে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।