আমাদের কথা খুঁজে নিন

   

আগের মতো



কর্পুর মাখা সেই দুপুরের-প্রতিবাদী গানের দ্বৈত প্রতিবাদের-প্রথম প্রেমের রৌদ্রমাখা গন্ধগুলো এখনও ঘুরে বেড়ায়। বে-দখল হয়ে যাওয়া মনের ঘরে ধূপ কি সুগন্ধির গন্ধ এখনও কেঁদে মরে। আকাশে হঠাৎ মেঘ করে এখনও বৃষ্টি আসে দুপুর বেলাতেই আসে। গ্রেনেড হামলার প্রতিবাদে- সারি সারি কালো পতাকার অন্তরালে, ফিলিস্তিনের রাস্তায়- পিতার সম্মুখে পুত্রের শেষযাত্রার সে দৃশ্যে এখনও বৃষ্টির কান্না পায়। করুণ মৃত্যুতেও যারা শান্তির স্বপক্ষে ছিলো প্রত্যেক বৃহস্পতিতে, ব্যাকুল চিত্তে এখনও ‘শান্তির সপক্ষে নীলিমা’ ঠায় দাঁড়িয়ে থাকে।

এখনও সমুদ্রের ঢেউগুলো আগের মতো আঘাত হানে সৈকতের পাথুরে হৃদয়ে। প্রতিটি আঘাত যেন সহ্যের চাদর ! ভালোবাসার আঘাত বোধ হয় এমন-ই। এখনও শীত আসে, আসে জোছনার রাতও অন্যের দুখে মুখ লুকানো কান্নায় এখনওতো কাঁদি। বিবর্ণ স্মৃতির পাতায় স্বপ্ন রঙে রাঙ্গানো জীবন মলাটে এখনও যে স্বপ্নের সন্নিবেশ সেখানে, সেসব প্রথম দুখের সুখগুলো এখন শুধুই হতাশার শ্বাস। যুদ্ধে হারি এখনও- যেমন হারিয়েছি তোমাকে জীবনের বানে এখনও তাই খুঁজে ফিরি শুধুই তোমাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।