আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ঢংগের হরতাল না কইরা এতই যদি তগো দরদ থেকে থাকে আমরন অনশন শুরু কর। সচিবালয় ঘিরা দিয়া শুয়ে পড়ে থাক। সিলেটের মেইন রোডে শুয়ে পড়ে থাক দিনরাত। পুলিশের মার খেয়ে দুই চাইরটা শহীদ হয়ে যা। তাতে করে তোগো স্বার্থদ্ধার ও হইবো। আমরা জনগনও শান্তিতে থাকবো। সরকারও দৌড়ের উপ্রে থাকবো। আম্লীগ হইলো বাল আর তোরা হইলি ছাল । এই বাল-ছাল নিয়ে জনগনের পুঙ্গির বারোটা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।