আমাদের কথা খুঁজে নিন

   

ইলিয়াসের অপেক্ষায় খালেদা!

জানতে চাই জানাতে চাই সাবেক সংসদ সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে হন্যে হয়ে খুঁজছে আইন-শৃঙ্খলা বাহিনী। গোপনীয়তা রক্ষা করে গত ২ দিন ধরে রাজধানীর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক তল্লাশি চালিয়েছে এলিট ফোর্স র‌্যাব। কোনো কূলকিনারা না পেলেও হাল ছাড়েননি তারা। তারা এখনো আশাবাদী বলে জানা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে। রোববার নতুন করে টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইন-শৃঙ্খলা বাহিনীর এ কষ্টের ফল কী হবে এ নিয়ে উদগ্রীব রয়েছেন ইলিয়াস আলীর পরিবার, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা। একইভাবে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রীও অপেক্ষায় রয়েছেন ফলাফল জানার। এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সন্তানতুল্য ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রতীক্ষায় রয়েছেন। তিনি হরতালের দিনেও তার বাসা ছেড়ে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‍অবস্থান করছেন। আর তার সঙ্গে আরও রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‌ও কয়েকজন সিনিয়র নেতা।

তাদের অপেক্ষা ইলিয়াস কখন ফিরে আসবেন! অপরদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক দায়িত্বশীল নেতা বাংলানিউজকে বলেন, ‘‘খালেদা জিয়ার সন্তানতুল্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে তিনি উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছেন। তিনি খানিকটা হলেও ভেঙে পড়েছেন। ” উল্লেখ্য, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মঙ্গলবার দিনগত রাত ১২টার পর থেকে তার গাড়িচালক আনসারসহ নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। সোমবারও একই কারণে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.