'না বলা কথা' অ্যালবামের জনপ্রিয়তার পর 'না বলা কথা-২' শিরোনামের আবার একটি নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী ইলিয়াস। ইতোমধ্যেই অ্যালবামের আটটি গানের কাজ শেষ হয়েছে। এতে গান থাকবে মোট ১২টি। গানের কথা লিখেছেন জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, আলী আফতাব, এ মিজান, এমদাদ সুমন। অ্যালবামে সাতটি ডুয়েট গান থাকবে।
ডুয়েট গানগুলোতে ইলিয়াসের সঙ্গে গেয়েছেন নির্ঝর, শুমচন্দা (কলকাতা), শশী, অরিন, খেয়া, আনিকা, মুন। সব গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনটি গানের সুরও করেছেন ইলিয়াস নিজেই। অন্য গানগুলোর সুর সংগীত করেছেন জুয়েল মোর্শেদ, ইমরান, রাকিব মোসাবি্বর, নাসিফ অনি, ইমন। অ্যালবামটি আগামী ঈদুল আজহায় প্রকাশ হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী মাসের ৪ তারিখে দুবাইয়ের একটি কনসার্টে যাচ্ছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।