জীবন চলে যায়........
বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী তাহমিনা রুশদীর। একই সঙ্গে তিনি ইলিয়াস আলীকে উদ্ধারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
আজ রোববার দুপুরে বনানীতে নিজের বাসা সিলেট হাউজে তাহমিনা রুশদীর সাংবাদিকদের এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে রুশদীর বলেন, ‘সরকার ও গোয়েন্দা সংস্থা আন্তরিক হলে একজন মানুষকে খুঁজে পাওয়া যায় না, তা আমি বিশ্বাস করি না। তাঁকে উদ্ধারে কোনো ধরনের অগ্রগতি দেখতে পাচ্ছি না।
আমি হতাশ হয়ে গেছি। আশার কিছু দেখতে পাচ্ছি না। ’
তাহমিনা রুশদীর বলেন, ‘আমার একমাত্র চাওয়া স্বামীকে ফেরত পাওয়া। জীবন-মরণের সন্ধিক্ষণে মানুষ যেকোনো কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়। কিন্তু আমি হতাশ হয়ে গেছি।
’
গণমাধ্যমে কথা না বলার কোনো নির্দেশনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তাহমিনা বলেন, খালেদা জিয়া তাঁকে কোনো নির্দেশই দেননি।
ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে হরতালের কর্মসূচি ঘোষণার ব্যাপারে তাহমিনা রুশদীর বলেন, ‘হরতাল হচ্ছে রাজনৈতিক বিষয়। তিনি (ইলিয়াস) রাজনীতি করতেন। এটি রাজনৈতিকভাবেই দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমার বক্তব্য নেই।
’
তদন্তকাজে ইলিয়াসের পরিবারের সদস্যরা সহযোগিতা করছেন না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যে অভিযোগ করেছেন, তা অস্বীকার করেন রুশদীর। তিনি বলেন, ‘এটা ভুল। যে ধরনের তথ্য চেয়েছে আর আমি যা যা জানি, তার সবই বলেছি। ’ তিনি ইলিয়াস আলীর সন্ধানে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।