আমাদের কথা খুঁজে নিন

   

সুশাসন : শেখ হাসিনা অধযায়

ফেরার পথে দেখা, আর রব না একা েকন আজ এই হরতাল ? িবেরাধী দেলর দায়ভার কতটুকু? এই হরতােল জনগেণর সমর্থনই ববা কতটুকু? গণতািণত্রক অিধকার প্রেয়াগ গণতণত্রেক কতটুকু শিক্তশালী করেছ? আন্তর্জািতক মহলই বা িকভােব েদখেছ িবএনিপর এই আেন্দালনেক? এসব প্রশেনর আেগ আরও িকছু প্রশন এেস যায়। সবার মেনই জােগ েসসব প্রশন। আবার খুব দ্রত উচচািরত হওয়ার আেগই িমিলেয় যায়।েসসব প্রশন হল -এ সরকার তার কয়িট িনর্বাচনী ওয়াদা পূরণ কেরেছ।েয দুর্নীতি বন্ধ করার জন্য তাদেরকে েভাট িদেয়েছ েস দুর্নীিতর গােছ সার ও পািন েসচ িদেয় েকন তারা মহীরুেহ পিরণত কেরেছ? আইন আদালতেক দলীয় আখড়ায় পিরণত কের জনগের িক উপকার তারা কেরেছ? প্রতিদন কেন এত খুন, গুম, ধরসন, মানবাধিকার লঙ্গন ? তারা কেন একদলিও বাকশালের পথে হাঁটছে? তারা ৪০ বছরের আগের ঘতনার বিছার করতে পারে অথচ সাগর-রুনির খুনি কে ধরতে পারে না? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই কেন চলেছ বিছার বহিরভুত হত্তাকান্দ? কেন একের পর এক বিশ্ববিদ্যালয় গুেলা অচল হেয় যায়? েকন ছাতরলীগ নামাধারী কযাডারেদর হােত মার খােব জািতর িবেবক িশক্ষকরা ? কথা চবলেলই েকন ামলা,মামলা ? এরকম হাজারও প্রশন উততরর না েপেয় অেপক্ষা কের বযলেটর, িকনতু িনরবাচন িনেয় ফযািসবাদরা েয সবসময় ভয় পায়! এ অবসথা েথেক িক এেদেশর েকান উততরণ েনই? জািন আেলা আসেবই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.