সভ্যতার এ ক্লান্তিলগ্নে- নিরাপত্তা, নিশ্চয়তা, নিয়মাবর্তিতা যখন অনুপস্থিত এই গগণে শ্রেণীবদ্ধ, সংক্ষুদ্ধ, সংকল্পিত! সমাজও নেই বসে অবহেলিত, পীরিত, নির্যাতিত মানুষ গুলোও রয়েছে তাদের পাশে কিন্তু তবুও যে মানবাধিকার, উন্নয়ন, সুনীতি নেই এই দেশে? নব প্রতীকের আগমনে- সেমিনার, সেম্পোজিয়াম, তথ্য সমৃদ্ধ বিবরিণীতে সমাজ, রাষ্ট্র, সভ্যতা হচ্ছে শিহরিত অনুষ্ঠান, সংগঠন, প্রচারও যথারীতি হচ্ছে বিকশিত তবুও কেন জনতা রয়ে গেল সেই বঞ্চিত? জনতার এই চিন্তালগ্নে- সংকট, প্রতারণা, অসাহায়ত্বের ভয়াবহ সন্ধিক্ষণে অদৃশ্য বিবেক দিতে চাই সহজ সমাধান উত্তরণে আদর্শ নীতিহীন রাজনীতি ও নাম সর্বস্ব সংগঠনের বিতাড়নে সুজলা, সুফলা, সম্ভাবনাময় এই ভুমি নিশ্চিত হতে পারে সুশাসনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।