আমাদের কথা খুঁজে নিন

   

"সুশাসন"

মোহাম্মদপুর,ঢাকা ।

বদলে যাচ্ছে রাজনীতি তাই - বদলে যাচ্ছে মানুষ , খুলছে সবার বুদ্ধি বিবেক- পাচ্ছে ফিরে সে হুঁশ ! বাড়বে যতো সুবিচার আর - বাড়বে সুশাসন , সন্ত্রাসীরা পালিয়ে যাবে - গুটিয়ে তাদের আসন । এখন যারা সুশীল সেজে - টকশো গুলোয় আসে , দেশের এমন বদল দেখে - মুখ বেঁকিয়ে হাসে ! সময় বুঝে বদলে ফেলে - ওদের কথার ধরন , ঐ গুলা সব বেহুদার দল - নেই কোন লাজ সরম । জেগেছে আজ তরুন সমাজ - সাথে বয়োবৃদ্ধ , ভয় করিনা যুদ্ধে যেতেও - দেশ করতে সুদ্ধ । হটিয়ে দেবো আছে যতো - পাকিস্তানি দালাল , ঘুচিয়ে দিবো দম্ভ তোদের - জ্বালিয়ে আলোর মশাল । আমার সোনার বাংলা গেয়ে - করতে বিশ্ব জয় , মনে রাখিস তরুণরা আজ - পায়না কোন ভয় ! সেই দিন আর দূরে তো নয় - আসবে সুশাসন , এ দেশে আর মানবে না কেউ - তোদের পুনর্বাসন ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.