সুখ নাই কে বলছে। মনের সুখ ই দেহের সুখ! ছবিটি গাজীপুরে অবস্থিত একটি ব্যক্তি উদ্যোগে পরিচালিত বৃদ্ধাশ্রমের.. এখনো অনেক মানুষ আছেন যারা বৃদ্ধ বয়সীদের অসহায়ত্ব নিয়ে ভাবেন ! চান একটু করে হলেও তাদের অসহায়ত্ব দুর করে আপন সন্তানের অবহেলার কথা ভূলিয়ে রাখতে.. আর কিছু মানুষ আছেন যারা বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন.. যদি প্রশ্ন করি কাকে আপনি বিবেকবান নীতিবান বলবেন ? উত্তর সবার জানা.. কেউ একজন বলেছিলেন "দেশে শিক্ষিত মানুষের অভাব নাই.. তবে শিক্ষিত বিবেকবানের বড়ই অভাব" আমি বলব ইতিহাস/অতীত কাউকে ক্ষমা করে না ! ব্যাংক ব্যলেন্স করে রাখুন কোটি কোটি টাকা যদি আপনি মা বাবার বেলায় উদাসীন হন ! কারন সময়ের উষ্টায় দ্বিকবিদ্বিক শুন্য হয়ে যেতে পারেন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।