LIVING IN CUONTRY SA
বাংলাদেশে বৃদ্ধাশ্রম কথাটা শুনলেই কেমন জানি মনে হয় মা-বাবাকে অবহেলা করা হচ্ছে। অষ্টেলিয়ায় এসে আমার এক নতুন অভিজ্ঞতা হলো। এখানে সবাই একে খুব ভালো চোখে দেখে। ডাক্তার, নার্সসহ সবাই নিজেদের মা-বাবাকে সেচ্ছায় এইজড কেয়ার নার্সিং হোমে পাঠায়। এবং সত্যিকার অর্থে সেবার মান খুবই ভালো।
এখানে কিছু মুসলিমদের জন্যও ব্যবস্থা আছে। তবে আমি নিজে গিয়ে দেখিনি। যারাই এইজড কেয়ারে কাজ করে, তারা একথা বলতে পারবে যে, অষ্টেলিয়ায় বৃদ্ধাশ্রমে যে সেবা দেয়া হয়, তা বাসায় রেখে কখনই সম্ভব না। আমার ব্যক্তিগতভাবে পরিকল্পনা আছে সিলেটে এরকম একটা বৃদ্ধাশ্রম খোলার। যেখানে নার্সিংহোমের পাশাপাশি মসজিদ, মাদ্রাসাও থাকবে।
এবং অষ্টেলিয়ার স্টান্ডার্ড মেনে একটি সার্টিফিকেট থ্রি ইন এইজড কেয়ার কোর্স প্রদানেরও ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশের ও বিশেষ করে সিলেটের সকল ডাক্তারদের সহযোগিতা কামনা করছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।