আমাদের কথা খুঁজে নিন

   

বৃদ্ধাশ্রম

রফিক সাহেব। একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী। জীবনের কর্মময় সময়ে অনেক অর্থ উপার্জন করেছেন। খরছ করেছেন সন্তানদের জন্য। জীবনের প্রথম দিকে থাকতেন ১ ঘরের ১ টা বাসায়।

সেই ঘরে খুব কষ্টে দিন কাটাতেন রফিক সাহেব তার ৪ সন্তান নিয়ে। সন্তানদের রাখতেন খাটে,নরম বিছানায়,আর তারা থাকতেন মেঝেতে শক্ত বিছানায়। তার স্ত্রী মারাগেছেন বছর ৮ হল। সন্তানদের সুখের কথা চিন্তা করে তিনি বিয়ে করেননি। ৩ ছেলে ও ১ মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন।

সন্তানরা এখন প্রতিষ্ঠিত। মেয়ে তার শ্বশুর বাড়িতে। ৩ ছেলে তাদের বউ , বাচ্চা এবং চাকরি নিয়ে মহা বেস্ত। তাছাড়া ঢাকাতে বাসা গুলা ছোট,১টা বসার ঘর , ১টা বউ নিয়ে থাকার জন্য বেড রোম,২ সন্তানের জন্য ২টা ঘর। কোন ঘর খালি নাই রফিক সাহেবের জন্য।

"বাবাকে তো আর কাজের বুয়ার মত রান্নাঘরে রাখা যায়না। " তাই বাবাকে পাঠিয়ে দিলেন বৃদ্ধাশ্রমে। আজ ঈদ,রফিক সাহেব তার বৃদ্ধাশ্রমের বন্ধুদের সাথে সকালের সময়টা কাটালেন। তারপর ........ সারাদিন সন্তানদের চিন্তায় লুকিয়ে চোখের জল ফেলা আর স্বপ্ন দেখা , " এই বুঝি সন্তান এসে সালাম করবে, বলবে "বাবা তোমাকে আর এখানে থাকতে হবেনা। আমরা তোমাকে নিতে এসেছি।

অনেক অন্যায় করেছি , ক্ষমা করে দাও.....। " তার স্বপ্ন আজও সত্যি হয়নি। ঈদ এর ৩ দিন পরও কোন সন্তান বাবার খোজ নিতে আসেনি। শুধু ফোন করেছে তাও ৫ মিনিটের জন্য। কলঙ্কিত সেই সন্তানের জীবন,যার মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে ......... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।