"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর)
একদিন আমরাও আকাশের নীল নেবো দুইচোখে মেখে
ফুসফুস ভরে নেবো বাতাসের সব দীর্ঘশ্বাস
তারা হয়ে জমে থাকা অশ্রুগুলো আলতো নেবো হাতে
খুচরো পয়সার মত ছড়িয়ে ছিটিয়ে রাখবো বিভিন্ন জায়গায়
যাতে হাত বাড়ালেই পেতে পারি যেকোনো সময়...
অসতর্কতায় আমাদেরও একদিন পুড়ে যাবে
আঙুল ও হৃদয়
সময়ের মোমবাতি মুচকি হেসে বলবে, "নির্বোধ
ভালবাসার সংজ্ঞা তুমি এখনো শেখোনি?"...
আমরাও একদিন পৌছাঁবো কোনো এক স্বপ্নের পাহাড়ে
উঠবো চূড়ায়
সামান্য সাহস নিয়ে ছুঁয়ে দেবো লজ্জাবতী মেঘের শরীর...
ঘর থেকে একদিন আমরাও বের হবো
ভোরবেলা নির্বাসনে
সুনির্দিষ্ট গন্তব্যবিহীন
মৃত্যুও হতে পারে চমৎকার সোনালি স্টেশন
অথবা যেখানে শেষ সবকিছু সেখানেই শুরু...
একদিন আমরাই অনন্তকালের দৃশ্য হবো
দুই দেহ এক আত্মা
হেঁটে যাচ্ছি অনন্তের পথে, পাশাপাশি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।