আমাদের কথা খুঁজে নিন

   

কতগুলো চিরন্তন বানী....

মগজের প্রতিটি তন্ত্রী, মনের প্রতিটি পরতে এবং স্নায়ুর কোষে যেন আগুন ধরে যায়> >>যে লোক কম কথা বলে বা চুপ থাকে সে লোক অনেক বিপদ থেকে মুক্ত-আল হাদিস >>বেহেশতে প্রবেশ করবে না প্রতারক, কৃপণ এবং যে বেক্তি দান করে খোঁটা দেয়-তিরমিজি শরীফ >>সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে- হযরত আলী >>তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয়; লোভ, হিংসা ও অহংকার-ইমাম গাজ্জালী >>চরিত্রের মাঝে যদি সত্তের শিখা দীপ্ত না হয় তবে জ্ঞান, আভিজাত্য, শক্তি সবই বৃথা- মাওলানা রুমি >>অন্যায় করে লজ্জা না পাওয়াটা আরেকটি অন্যায়-সক্রেটিস >>বাঁধা গরু অনাহারে দাড়িয়ে মরতে দেখেছ?_সে দাড়িয়ে মরে তবু সে জীর্ণ দড়িটা ছিঁড়ে ফেলে মনিবের শান্তি নষ্ট করেনা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় >>>>নিজেকে কারো কাছে ব্যাখ্যা করতে যেওনা কারন, যে তোমাকে পছন্দ করে তার এটার দরকার নেই আর যে তোমাকে অপছন্দ করে সে এটা বিশ্বাস করবেনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।