আমাদের কথা খুঁজে নিন

   

কতগুলো মুখ তাকিয়ে থাকে

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। কতগুলো মুখ তাকিয়ে থাকে, একটি মুখের দিকে ; রুগ্ন, কচি, করুণ অসহায় নাবালক আর বৃদ্ধমুখ : মুখগুলো খেতে চায়, পড়তে চায়, নিরাপত্তা চায় আর নিরাপদ আশ্রয় চায়। বিচিত্র মুখের দিকে চেয়ে মুখটির কোনো দুঃখ থাকেনা তার যত দুঃখ কবেই যেন উঁবে গেছে ; তিনি হাড়ভাঙা শ্রমে আর ঘামে প্রসূতি পাখির মতোন, পাহাড়, বনাšতর আর জনপদ ঘুরেফিরে খুঁটে খুঁটে আনেন কিছু শস্যদানা ; প্রতীক্ষিত মুখের পরে তুলে ধরেন আর পালকহীন পাখিগুলো, অসহায়মুখ গুলো বাঁচে, ঘুমায় ; আর প্রাঞ্জল মুখটি রাত্রি জাগে ফোঁটায় ফোঁটায় শিশির ঝরায় জ্বালাময় চোখের প্রপাতে, তার বেদনায় মেদিনী বির্দীণ হয় ; অথচ কেউ বুঝেনা তার দুঃখ, আর কষ্টের পদাবলী।

০১.০১.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।