০১. ছেলে রাত করে বাড়ি ফিরেছে
বাবা: কোথায় ছিলি রে হারামজাদা ?
ছেলে: আমি আমার ফ্রেন্ড এর বাসায় ছিলাম (!)
বাবা তৎক্ষনাত কয়েকজন ছেলে বন্ধুদেরকে ফোন দিলেন
৪ নং ফ্রেন্ড বললো : " জ্বী আঙ্কেল! সে তো আমার সাথে ছিল"
৩ নং ফ্রেন্ড বললো: " ও কিছুক্ষন আগে চলে গিয়েছে"!
২ নং ফ্রেন্ড বললো: " চাচা, ও আমার সাথেই আছে (!!) এবং আমরা দুজন পড়ছি (?!!?)
সব শেষের জন সব লিমিট ক্রস করলো, এব বললো-
" হ্যাল্লো আব্বু, আমার আজ রাতে আসতে দেরী হবে !!!!
০২. এক ছেলের কিছুতেই জুতা টিকেনা।
খালি নষ্ট হয়ে যায়।
তাই ছেলের বাবা তাকে একটা লোহার জুতা বানায়ে দিল।
জুতায় আবার নিকেল পলিশ করা।
একদিন ছেলে সেই জুতা পড়ে তার এক বান্ধবীর বাসায় গেল।
বান্ধবী মিনি স্কার্ট পড়ে ছিল। ছেলেটি তার সামনে দাড়াতেই খেয়াল করল বান্ধবীটির প্যান্টি জুতার রিফ্লেক্সনে দৃশ্যমান এবং সেটার রং নীল।
ছেলেটি মজা করার জন্য বান্ধবীকে বললঃ বাহ্ নীল রঙে তোকে দারুন মানায় তো। ”
কথাশুনে মেয়েত অবাক…!! কারন প্যন্টি ছাড়া সে নীল কিছু পড়ে নেই।
সে পরিক্ষা করার জন্য ঘরের ভেতর থেকে প্যান্টি চেঞ্জকরে আসল।
এবার ছেলেটির সামনে দাড়াতেই ছেলেটি বললঃ উহু,, লাল রংটা যাচ্ছেনা। নীলটাই ভালো ছিল। ”
বলাবাহুল্য প্যান্টির রং লাল ছিল। মেয়েটি ঘাবড়ে ঘরে দৌড় দিল। কিছুখন পর আবার আসল।
এসেই জিঙ্গাসু দৃষ্টিতে ছেলেটির দিকে তাকালো।
এমন সময় ছেলেটি আর্তনাদ করে উঠে বললঃ
”আ আ আ আ, আমার এই জুতাটাও ফেটে গেল। আবার কালে সুতাও বের হয়ে গেছে। বাপ আমারে এইবার মাইরাই ফালাইবো। ”
০৩. একবার এক মেয়ে ছেলেকে জিজ্ঞেস করলো আচ্ছা, ওজন,উচ্চতা,শক্তি,গতি, দূরত্ব এগুলোর একক আছে কিন্তু ভালবাসা, বিশ্বাস, বন্ধুত্ব এগুলার কোন একক নাই কেন? ছেলেটা কিছুক্ষন চিন্তা করলো মেয়েটির হাত ধরল এবং তার গভীর ঘন কালো চোখের দিকে তাকিয়ে বলল . “দেখ মেজাজ খারাপ করিস না এমনিতেই ফিজিক্স এ ফেল করছি”
০৪. একটা মেয়েকে জিজ্ঞেস করা হলো -
ছেলেরা যখন আপনাকে দূর থেকে Flying kiss দেয়, আপনি কেমন অনুভব করেন ? :*
মেয়ে : আমার মনে হয় ঐ ছেলেগুলো খুব আলসে !!
০৫. একটি ছোট ছেলে একটি চাকু নিয়ে তার হাতে তার গার্লফ্রেন্ডের নাম লিখল।
কয়েক মিনিট পর সে জোরে কাঁদতে লাগল
কেন? ব্যাথা করছে?
না !
তাহলে?
বানান ভুল হইসে !!!
০৬. এক বুড়ো বাপ জেলে তার ছেলেকে চিঠি লিখছেঃ
আমার অনেক বয়স হয়েছে। এতো বড় ক্ষেত খুদে আলুর চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতি।
ছেলে জেল থেকে বাবাকে চিঠির জবাব দিলঃ
বাবা তুমি ক্ষেত খুইদনা। আমি সেখানে অস্ত্র লুকিয়ে রাখছি।
পরের দিন পুলিশ গিয়ে ক্ষেত খুদল। কিন্তু কোন অস্ত্র পেল না।
এর পরের
দিন ছেলে বাবাকে চিঠি লিখলঃ
বাবা আমি জেল থেকে তোমার এত টুকুই সাহায্য করতে পারলাম্। তুমি এবার আলুর চাষ কইরো।
০৭. একটা ছেলে একটা মেয়ের সাথে BMW গাড়িতে ডেটিং করছে .....
ছেলেঃ সুইটহার্ট, আমি তোমার কাছ থেকে একটা ব্যাপার লুকিয়ে রেখেছিলাম ।
মেয়েঃ কি?
ছেলেঃ আমি বিবাহিত..
মেয়েঃ ওহ! তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো । ভেবেছিলাম তুমি বলবে এই BMW গাড়িটা তোমার নয় !!
০৮. তিনটি ইদুর একসাথে গল্প করতেছে।
১ম ইদুর : জানিস আমি এক বোতল ইদুর মারার বিষ খেয়েও বেঁচে আছি।
২য় ইদুর : আমিতো ফাঁদে আটকে গেছিলাম কিন্তু ফাঁদ ভেঙ্গে বের হয়ে এসেছি।
৩য় ইদুর : দোস্ত তোরা বসে বসে গল্প কর, আমি একটু আমার পোষা বিড়ালটাকে খাবার দিয়ে আসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।