যদি মানুষ না হই তবে যেন আবার জন্ম নিই মানুষ হয়ে. . . আমেরিকায় প্রেসিডেন্ট নিরবাচনের তিন দিন পেরিয়ে গেলেও মোট ৫০টি অঙ্গরাজ্যের কোথাও থেকে এখন পরযন্ত কোনো অপৃতিকর ঘটনার খোঁজ পাওয়া যায়নি। বরং জানা যায়, নিরবাচনের দিন, আমেরিকার কোনো অঙ্গরাজ্যের কোথাও কোন একটি স্কুল বা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল না। ছিলনা কোনো সরকারী ছুটি। কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খল ভাবে উপচে পড়েনি মানুষ। করেনি হুড়োহুড়ি।
ভারী ভারী অস্ত্রহাতে দেখা যায়নি আরমি বিডিয়ার আনসার পুলিশ। লক্ষ্যকরা যায়, কাজের ফাকে ফাকে যে যার ভোট প্রদান করে আবার নিজ কাজে ফিরে যাচ্ছেন। দিন শেষে ভোট গননার পর বিরোধী দল তোলেনি কোনো অভিযোগ। বরং রমনিই ফোন করে ওবামাকে জানিয়েছে অবিবাধন। ওবামাও তার ভাষণে রমনিকে সাথে নিয়েই কাজ করার অভিমত প্রকাশ করেছেন।
আমেরিকানদের জন্য এটি ঘটনা হলেও আমাদের জন্য সত্যিই দুরঘটনা। কারন আমরা এমনটি ভাবতেই পারিনা। পারবোও না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।