আমাদের কথা খুঁজে নিন

   

ভূলে যাওয়া সহজ কথা নয়!

জীবনের জন্যই এই সব কথামালা . . . . . এখনি কেন যেতে হবে কত আনন্দ বিষাদের গল্প বাকি এখনো বয়ে যায় যে তিতাস, জলের শব্দ চলমান জেনো জেনে রেখো এই বার আউলিয়ার পথ ঘাট নির্বাক চেয়ে রয় কেনোই বা যেতে হবে, পাখিদের নিমন্ত্রণ সাংগ করে? এই যে জলস্থল, সবুজ রাশি রাশি কিভাবে ফেরাবে তাদের আত্মিক টান? কিভাবে ভুলে যাবে মায়ের মতোই জোড়ের মাঠ আনন্দ বেদনায় টেনে নিতো সকাল আর বিকেল! কিভাবে ফেরাও তুমি রক্তের অবাধ রেখার বয়ে চলা গতি জীবনের টান ফেরাবে কেন, কেনই সব ছেড়ে চলে যাওয়া? তোমার প্রতিটি সাফল্যে উৎসব হয়, ব্যর্থতায় মমতার পরশ তোমার মুগ্ধতায় ঋতুর পালাবদল, বাতাসের সুরে ভিন্নতা কিভাবে এতো সব ভূলো? বহুদিন পোস্ট বিহীন! হাহা !! আজ পোস্ট দিতেই হবে, এই ভাবনা থেকে লেখা। আমার গ্রামের একটি ছবি দিয়ে পোস্ট বড় করার অপচেষ্ঠা!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.