আমাদের কথা খুঁজে নিন

   

বেহুলা বাজাও মুর্শিদা

আজ বেহুলা বাজাবেনা? খুব বেশি বেশুরো মনে হয়? তাই বুঝি... তুমি জানতেনা, আকাশের ঘন মেঘের মত আমি লেপটে গেছি অন্তহীনে যেখানে শূন্যতা... শুধুই শূন্যতা... কখোনো ডেকে ফেরে বোশেখি ঝড়ের কর্কশ কন্ঠে কখোনোবা অালীমুদ্দীর বউয়ের মত তুমি চিনতে পারো নি বুঝি? সেই আলীমুদ্দীর বউ! যে কাজের মেয়ে ছকিনাকে লোহার খুনিতর ছ্যাকা দিয়ে হেসে উঠত হা হা করে সত্যিই, খুব নির্মমতা... মুর্শিদা প্রেয়শী আমার. আজ বেহুলা বাজাও তোমার মনের কপাট খুলে হূদয়ের সকল মমতা ঢেলে দিও তোমার সেই হূদয়স্পর্শী সুরে আমি জানি, আমি নিশ্চিতভাবে জানি, তোমার বেহুলার সুরে আমার নিষ্প্রান দেহ ফিরে পাবে বটবৃক্ষের ন্যয় বিশাল হূদয় বাজাও মুর্শিদা, প্রেয়শী আমার, আমার হূদয় কোটরে বেজে উঠুক অবারিতভাবে শুধুই তোমার বেহুলার সুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.