আমাদের কথা খুঁজে নিন

   

বেহুলা ও সৌরভ

আমি অনেক স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছি, অনেক স্বপ্ন আজো বাকি রয়ে গেছে। তোমাদের স্বপ্ন যেন স্বপ্ন হয়েই না থেকে যায়, আমি আজ সেই স্বপ্ন বুনে যায়! স্মৃতি যা কখনো পিছু ছাড়ে না, হৃদয় যা তুমি ছাড়া কিছুই বোঝে না, ভালবাসা যা কখোনো তুমি ছাড়া পূরন হবে না। তোমার এই ভালবাসা, হৃদয়ে স্মৃতি হয়ে রয়ে যাবে কারন তুমি কখনই আমার ছিলে না। শেষ বিকেলেও ছিল ভালোবাসা তুমি জানো আমি জানি ছিল দু'টি থরোথরো মন "ভালোবাসি"কেউ বলিনি তখনও ভুলে গেছি পৃথিবীর ভাষা। আমার আজন্ম ব্যাকুলতা ছিলো হারাবার ভয়.. বোঝাতে চেয়েছি তোমায় সেত পৃথিবীর ভাষায় নই প্রয়োজন জানান দেয় বন্ধু আমার পরিচিতো পথে তোমাদের পদচারোনা.. আমার শুকনো বিকেলে তোমার সোনালী হাসি বুঝিয়ে দেয় অব্যাক্ত সব ই এভাবেও ফিরে আসা যায় হয়ত এভাবেই ফিরে আসতে হয়ত সেই চিরচেনা পথে অবলা অতীত ডুকরে কেঁদে উঠে হয়ত সেই সোনালী রৌদ্দুর অথবা সোনালী বিকেলে সিঁড়ি বেয়ে ছাদে ওঠা, চায়ের কাপে সুতীব্র চুম্বন, সিগারেটের গাঢ় ধোঁয়া পর্দা ফেলেনি কখনো দুজনের মাঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.