আমাদের কথা খুঁজে নিন

   

বিপন্ন বোধ



প্রিয়তমা আমার, আমাকে তুমি ঠেলে দিয়েছো গাঢ় বিপন্ন বোধের চৈত্র চৈতন্য ময়। সবুজ ফিকে কঁচি পাতা ঝলমলে রোদ্দুর পাখি গান এবং আমার চোখ, বেশ তো ছিলো। অনুজ্ঝল ছায়াতে দাড়িয়ে জানালায় খানিক মুখটা বাড়িয়ে দুর থেকে স্বপ্নের মতো হাতছানি মিছে ই তুমি আমাকে ঠেলে দিয়েছো। পতঙ্গ জানি কম্পিত শিখার ইশারায় বাতাসে মৃত্যুর গন্ধ নেই শ্মশানে শবের গন্ধ নেই পোড়া চন্দন প্রজাপতির মখমল ডানা এই তো আবেশ করে। পতঙ্গ পোড়ে হাওয়া বিশুদ্ধ হয় আকাশে নিরব নক্ষত্র তাকিয়ে রয় প্রিয়তমা যুক্তিহীন তুমি আমাকে শোনাচ্ছো এসব। একটু উম্ ছোয়া অতপর দরজার বৈপরীত্য আমার ভালো লাগে। লাগে ভীষন অন্ধকার দ্রাবীড়ীয় মোহ, আচঁল , রবীন্দ্রলয় কত প্রিয়, কত সুখ প্রিয়তমা। অথচ তুমি আলোয় বেধে বধ করো আমায়। আমাকে তুমি ঠেলে দিয়েছো গাঢ় বিষন্ন বোধের চৈত্র চৈতন্য ময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.