"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
বিপন্ন পাহাড়ের কথা
কালপুরুষ
হে নিঠুর, হে লোভী মানবের দল-
বলেছিলাম কাতর স্বরে, আমার দেহ থেকে
খুবলে নিওনা চাপ চাপ মাটি ওভাবে। করোনা
মেরুদন্ডহীন নপুংশক চিরতরে- যেন প্রকৃতি সঙ্গমে
নুয়ে না পরি তোমাদের পতিত জমিতে। বহুবার
মাথা নত করেছি, অভিমানে ধ্বসে গেছি; প্রতিবাদে
মুখর হয়েছি বার বার, আর্তনাদ করে বলেছি-
এভাবে কেড়ে নিওনা আমার অস্তিত্ব, আমাকে বাঁচতে দাও।
তোমরা কেউ শোনোনি, কেউ ফিরে তাকাওনি। বিফলে গেছে
আমার আর্ত চীতকার।
তাই আজ আর সামলাতে পারলাম না,
তোমাদের দেয়া পঙ্গুত্ব নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না।
অসহায়ের মত ভেঙ্গে পরেছি তোমাদের নরম জমিনে।
নিষ্ঠুর প্রতিশোধে নিবৃত করেছি বুকের জ্বালা। তোমাদের
খুবলে নেয়া চাপ চাপ মাটিতে, কী নিষ্ঠুর উল্লাসে-
মাটি চাপা দিয়েছি তোমাদের বিবেককে। এবার কী
বুঝবে কোথায় আমার কষ্ট লুকিয়ে আছে? তোমাদের
বিলুপ্তপ্রায় মানবসত্ত্বা আবারও কী জাগবে? কী নিষ্ঠুর
হতে পারো তোমরা অনায়াসে! আমি কী পারিনা
নিষ্ঠুর হতে? এবার বুঝলে তো! আমিও পারি
তোমাদের জমিনে মৃত্যুর বীজ বুনে দিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।