স্বাবলম্বন একটি যৌগিক শব্দ। এখানে স্ব অর্থ নিজ, অবলম্বন হলো নির্ভরতা। সুতরাং নিজেকে অবলম্বন করা বা নিজের উপর নির্ভরতাই স্বাবলম্বন্। প্রকৃত অর্থে অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তি ও সামর্থের সাহায্যে জীবন পরিচালনা করাই স্বাবলম্বন বা স্বনির্ভরশীলতা। অন্য কথায় আত্মশক্তির মাধ্যমে সুখ্-স্বাচ্ছন্দ্য অর্জনের নাম স্বাবলম্বন্।
স্বাবলম্বনের প্রকৃত উৎস হচ্ছে গভীর আত্মবিশ্বাস, যে ব্যাক্তির আত্মবিশ্বাস নেই সে কখনও স্বনির্ভর হতে পারেনা। স্বাবলম্বী হওয়া একটি গুণ, আর এ গুণার্জনের প্রকৃষ্ট সময় হলো ছাত্রজীবন্। স্বাবলম্বনের উপাদান বলা যায় আত্মবিশ্বাস, পরিশ্রম, স্বাক্ষরতা, প্রতিভা। মানুষের ভাগ্য বিধাতা সৃষ্ট নয়্। নিজের মধ্যে সুপ্ত সম্ভাবনার সার্থক রূপায়নের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য গড়ে নিতে পারে।
জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয় কন্টকাকীর্ণ। তাই স্বাবলম্বন অর্জনের জন্য প্রয়োজন কঠোর শ্রম। স্বাবলম্বী ব্যাক্তিকে স্বয়ং আল্লাহও সহায়তা করেন। প্রবাদে আছে God helps those who help themselves.
তাই আমরা পরনির্ভরশীলতা ত্যাগ করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের মনের স্বাধীনতা অর্জিত হবে।
দেশ ও দশের জন্য বেকারত্বের অভিশাপ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব হবে। ইনশা আল্লাহ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।