আমাদের কথা খুঁজে নিন

   

ফেইক বুক

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি কিরে দোস্ত কেমন আসোস?অনেক দিন তোর লগে চ্যাটিং হয় না । বুঝি তো সবই বুঝি । নতুন নতুন ফেইক আইডি খুলছ । পাঙ্খা গজাইসে না? ভাল ভাল । আরো কত কিছু যে দেখাইবা আল্লাহ মালুম ।

তা এখন কয় নাম্বার চলে? অমুক ফেইক আইডি দিয়া তমুকের ফেইক আইডির লগে ভালই তো টাঙ্কি মারতেসিলি । তয় কি জানি একটা ঝামেলা হইসিলো শুনসিলাম । তোর কোন বন্ধু জানি তোরে নিয়া একটা স্ট্যাটাস দিসিলো । আসিলা তো চান্দে, পড়ছ এবার ফান্দে । পরে তোরে ট্যাগ দেয়া দেইখা আমি চিন্তায় পইড়া গেছিরে মামা ।

আসলে কথাডা সত্যি নাকি জিগানির লাইগা নগদে আমার রিয়াল আইডি থাইকা নক দিসিলাম । হালার রিপ্লাই না পাওয়ায় ফেইক আইডি থাইকা ঢুকা লাগসে । শালার থেকে জানতে পারলাম তমুকের ফেইক আইডির বাপে নাকি তার ফেইক আইডি থাইকা তোর নামে রিপোর্ট করসে?? খবর টবর তো জানাসও না । দেখিস ঝামেলায় জড়াইয়া নিজের আসল আইডিটা না হারাইয়া ফালাস । আরেকটা খবরও শুনলাম ।

তোর আগের ফেইক প্রেমিকাডি নাকি একজোট হইয়া অমুক নির্মূল কমিটি নামে গ্রুপ খুলছে ? গ্রুপে যারে তারে অ্যাড দিয়া নাকি তোর নামে রিপোর্ট করতে কইতাসে? দেখিস কিন্তু । সাবধানে থাকিস । তয় তুই অবশ্য গভীর জলের মাছ,সোনার চান পিতলা ঘুঘু । তোর কিছুই করতে পারবে না বইলাই মনে হয় , তারপরেও একটা ব্যপার আছে না?কথায় আছে না,ফেইক আইডির দশ দিন কি রিয়াল আইডির একদিন ! কোনদিন যে কি হইয়া যায় মামা তুমি তো কইতেও পারবা না । যাউকগা মামা বহুত ক্ষণ আমার ফেইক আইডি দিয়া তোর লগে গেজাইলাম ।

এদিকে তোর ৫ নম্বর ফেইক ভাবী আমারে নক করতাসে । দেরিতে রিপলাই দিলে উনি আবার খেইপা যাবেন । ভাল থাকিস, তমুকরেও ভাল রাখিস । তোর শুভ কামনায় মন্টু দা ড্যাশিং কুল । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.