আমাদের কথা খুঁজে নিন

   

ঘটনাঃ ফেইক আইডি

আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে পরিচিত,অপরিচিত অনেকেই আছে|সাধারনত আমি চ্যাট করতে তেমন পছন্দ করিনা|এটা আমার কাছে কেন জানি ভাল লাগে না|তবে কেউ নক করলে,আমি সাড়া দেওয়ার চেষ্টা করি|
সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম|ফেসবুকে একটু ঢুঁ মারি|।ফেসবুকে ঢোকার কিছুহ্মনের মধ্যেই|একটি মেয়ে নক করলো
|মেয়েঃহ্যায় . . .
আমিঃহ্যায় . . .
মেয়েঃকেমন আছেন?
আমিঃভাল আছি,আপনি?
মেয়েঃমনটা ভাল নেই|
আমিঃকেন?মনে কি পচন ধরেছে|
মেয়েঃ(কিছুহ্মন পর . .)আসলে,আমি একটু প্রবেলেমে পরেছি|
আমিঃআমি কি আপনাকে হেল্প করতে পারি?
মেয়েঃআমি এক জায়গায় ঘুরতে এসেছি|এখান থেকে ফ্ল্যাক্সিলোড এর দোকান একটু দুরে|আমার মোবাইলে ৫০ টাকা খুব দরকার|আপনি কিছু করতে পারবেন|
আমিঃকিছু করার নেই|আমি নাক ডেকে ঘুমাচ্ছি|
মেয়েঃ ও তাই. . . |
তারপর আর মেয়েটিকে আর লাইনে খুজে পেলাম না|ভাবলাম,প্রোফাইল টা একটু চেক করি|
এ কি প্রোফাইল?
নাম ছাড়া তেমন কিছু নাই|ছবি দেখি বিভিন্ন রকম মেয়ে মানুষের|
তবে ছবি গুলো অনেক সুন্দর ছিল|
আর ইমেইল টা দেখি ছেলে মানুষের|
আর কিছু দেখতে ইচ্ছা করলো না,ব্লক মারতেও আর দেরী হল না|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.