আমাদের কথা খুঁজে নিন

   

আগের জনমে- দ্বিতীয় পর্ব

এইসব ভালো লাগে... আগের জনমে-প্রথম পর্ব বসার পর একবারে হাফ বোতল শেষ হলো কবিরের। এরপর কিছু নেশা সংক্রান্ত জ্ঞান পেলাম যা এখানে অবান্তর। অপরূপ চাঁদ তখন ভাসিয়ে দিচ্ছে সব হালকা কুয়াশাকে ভেদ করে। জানতে চাইলাম ওর প্রেমের শুরু কিভাবে। শুরু করার আগেই ফোন।

মেয়েলি কণ্ঠ। উঠে গেলো। ভাবলাম ভাবি। ইশারা করলাম। কইলো ভাবি না।

মনে মনে কই হালায় লুলু। ফোন রাইখা কইল, “এই মাইয়া এডিক্টেড। মাথার ক্র্যাক আসে। মাগার জিনিসও আসে” কিছুক্ষণ পর আবারো মাইয়ার ফোন। ভ্যালেন্টাইন্স ডের প্ল্যান জানবার চায়! আমি ততক্ষণে চোয়াল ঝুলাই দিছি।

কথা কওয়া শেষ হলে আরো সেন্সরড কিছু ইনফো নিয়ে আমি আবার পুত্তুম কচ্চেনে ফিরে গেলাম। - ক মামা তোর প্রেম কাহিনী ক - ও আর আমি খুলনার এক স্যারের কাছে প্রাইভেট পড়তাম - ওর পড়া শেষ হলে আমরা ঢুকতাম - ক্যান?! ও বুঝছি বুঝছি! - কি বুজছিস? - ছেলে মেয়ে আলাদা পড়াতো! - না না, ও তো আমার সিনিয়র ব্যাচ আমার চোয়াল আবার ঝুলে পড়লো। আমি খুব দ্রুত বিস্মিত হই ছোটবেলা থেকেই। - মানে? - মানে আমি যখন ফার্স্ট ইয়ার ও তখন সেকেণ্ড ইয়ার - কস কি মমিন! - হ্যাঁ। তা পরিচয় কিভাবে? - রিকসার ভাড়া ভাংতি চাইতে গিয়ে প্রথম কথা - আস্তে আস্তে কথা বার্তা বাড়তে থাকলো - তারপর? - একদিন বলে বসলাম “আই হ্যাভ সাম ফিলিংস ফর ইউ” উত্তরে মেয়ে কি বলল জানিস? - কি বললে? - চকলেট খাবা! (চলবে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।