♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম চারপাশের দৈনিকের ঈদ সংখ্যা গুলো ইতিমধ্যে আনন্দের রেশ ছড়াতে শুরু করেছে আমরাও তাই বসে নেই। ঈদ সংখ্যায় আপনাদের পাঠানো লেখায় পরিপূর্ণ হয়ে গেছে ঈদ সংকলন “সৃজন” আর এই ই-বুকটি প্রকাশ করেছে শব্দপ্রকাশ। ৩২৮ পৃষ্টার ই-বুক যেখানে লিখেছেন সামহোয়্যারইন ব্লগ ছাড়াও অন্যান্য ব্লগ, ফেসবুক, ফোরাম থেকে প্রায় ১৩০ জন লেখক। গল্প/কবিতাই শুধু নয় আছে ভ্রমণ কাহিনী, চিঠিপত্র, ডিয়ার ডায়েরি, শিশুতোষ রচনা ও সেই সাথে সেকালের ঈদ স্মৃতির রোমন্থন করা কথামালাও। আপনার প্রিয় ব্লগারের মনের মাধুরী মেশানো লেখা আপনাকে ডাকছে, পিডিএফ আকারের এই ফাইলটি ধীরে ধীরে ঈদের আনন্দের সাথে মিশিয়ে একটু একটু পড়ে নিন। নিচে লিংক দেয়া হলো ডাউনলোড করে নিন ঈদ সংকলন “সৃজন” তারপর পড়তে থাকুন..... ঈদ সংকলন ই-বুক- সৃজন ঈদ সংকলন ই-বুক " সৃজন " যদি কারো ই- বুক পড়তে গিয়ে ফ্রন্ট সমস্যা হয় তাহলে ই-বুক ফ্রন্ট এখান থেকে জিপ ফাইল লোড করে ফ্রন্ট গুলো কপি করে কন্ট্রোল প্যানেলের ফ্রন্ট ফোল্ডারে পেষ্ট দিন তারপর পুনরায় ই- বুক ওপেন করুন আশাকরি সমস্যা হবে না সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ধ ন্য বা দ সামহোয়ারাইন ব্লগ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।